Site icon Jamuna Television

গল টেস্টে বৃষ্টির বাগড়া, ডাবল সেঞ্চুরির পথে মুশফিক

শ্রীলঙ্কার গলের আকাশ ঢেকে গেছে মেঘে। ভর দুপুরে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। এর পরপরই নেমেছে বৃষ্টি। যে কারণে সাময়িকভাবে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

বুধবার (১৮ জুন) প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। মুশফিকুর রহিম-লিটন দাস সুনিপুণভাবে বড় করছেন তাদের ইনিংস।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ১৩০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান তুলেছে। মুশফিক ৩২৫ বলে ৯ চারে ১৫৯ রানে ব্যাট করছেন। লিটন ৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে অপরাজিত।

এর আগে সকালে আগের দিনের অবিচ্ছিন্ন জুটি নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সকালের সেশনে ভালো খেলতে থাকা অধিনায়ক শান্ত আসিথা ফার্নান্দোর বলে মিডঅফে ক্যাচ দিয়ে বিদায় নেন। তাতে ভাঙে ২৬৪ রানের জুটি। আউট হওয়ার আগে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রান করেন টাইগার অধিনায়ক।

/এমএইচ 

 

Exit mobile version