Site icon Jamuna Television

ইরান-ইসরায়েল সংঘাত: মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স গঠন

ইসরায়েল ও অন্যান্য দেশ থেকে মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। চলমান ইরান-ইসরায়েল সংঘাতের জেরে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

জানা গেছে, কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরোর অধীনে ২৪ ঘণ্টা কাজ করছে এই টাস্ক ফোর্স। দেশে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দাদের তথ্য ও পরামর্শ দিচ্ছে তারা।

তবে এখন পর্যন্ত কতজন নাগরিক বিশেষ এই টিমের সহায়তা নিয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দফতর। তথ্যগত সহায়তা দিলেও সরাসরি মার্কিন নাগরিকদের উদ্ধারের কোনো পরিকল্পনা এখনও হাতে নেয়নি দেশটির প্রসাশন।

উল্লেখ্য, বর্তমানে শুধু ইসরায়েলেই বাস করছেন যুক্তরাষ্ট্রের প্রায় ৭ লাখ নাগরিক। এছাড়া, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রয়েছে কয়েক হাজার মার্কিনি।

/এমএইচ

Exit mobile version