Site icon Jamuna Television

কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারে রাতের আধারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

ভোরে, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে, দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট অফিসের পশ্চিম পাশে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সিরাজুল হক ওরফে গুরাইয়া। বন বিভাগ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে ডাম্পার গাড়ি ব্যবহার করে পাহাড় নিধন করে আসছিল সে।

গতরাতে, মাটি কাটার সময় পাহাড় চাপা পড়ে আহত হয় গুরাইয়া। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে; চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

/এটিএম

Exit mobile version