Site icon Jamuna Television

আইনজীবী হিসেবে যোগ হবেন ৭ হাজার ৭৩২ জন

বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার বার কাউন্সিলের ওয়েবসাইটে উত্তীর্ণদের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৭ হাজার ৭৩২ জন পাশ করেছে। এতে ৮ জনের রেজাল্ট উইথহেল্ড রাখা হয়েছে। তারা ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে রেজাল্ট বাতিল করা হবে।

এছাড়া রিটের কারণে ১২ জনের রেজাল্ট উইথহেল্ড করা হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

বার কাউন্সিল ভবনে গত ১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গত বছরের ১৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

চলতি বছরের ৪ জুন দেওয়া ফলাফলে লিখিত পরীক্ষায় আট সহস্রাধিক পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

Exit mobile version