Site icon Jamuna Television

কোনো শর্ত কিংবা চাপের কাছে মাথা নত করবে না ইরান, খামেনির হুঁশিয়ারি

কোনো শর্ত কিংবা চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি।

সর্বোচ্চ ধর্মীয় নেতা সতর্কতা জানিয়ে বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটির কাছেই নতি স্বীকার করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র যদি ইরানি ভূখণ্ডে হামলা চালায়, তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন খামেনি।

ইরানি জাতি কারো কাছেই কখনও আত্মসমর্পণ করবে না বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আয়াতুল্লাহ খামেনি।

/এমএইচ

Exit mobile version