Site icon Jamuna Television

নগদ ডিস্ট্রিবিউটের প্রাইভেটকার চালকের যোগসাজশেই ৩৫ লাখ টাকা ছিনতাই

যশোরে নগদের ডিস্ট্রিবিউটের প্রাইভেটকার চালকের যোগসাজশেই ৩৫ লাখ টাকা ছিনতাই করা হয়। ঘটনার পর তদন্ত ও অভিযানে জড়িত ৭ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ছিনতাইয়ের আগে ও পরের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শেষে জড়িতদের শনাক্ত করা হয়। পরে ডিবিসহ জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়।

ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে আসামি সাগর হোসেনকে, ঝিকরগাছার খোষালনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে গ্রেফতার হয় বাকি আসামিরা। উদ্ধার করা হয় ছিনতাইকৃত ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

/এটিএম

Exit mobile version