Site icon Jamuna Television

পিইসি ও জেএসসি’র ফল প্রকাশ দুপুরে

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী-পিইসি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই ঘোষণা করা হচ্ছে ফলাফল।

এর আগে প্রধানমন্ত্রী ২০১৯ সালের পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করবেন। বই উৎসবের উদ্বোধন শেষে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

এরপর বেলা ১২টায় শিক্ষামন্ত্রী এবং দুপুর ১টায় গণশিক্ষা মন্ত্রী সংবাদ সম্মেলনে ফলের বিষয়ে বিস্তারিত জানাবেন। এ বছর, পিইসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩০ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী। অন্যদিকে, প্রায় ২৬ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নেয় জেএসসি ও জেডিসি পরীক্ষায়।

Exit mobile version