Site icon Jamuna Television

ইরানে হামলা হতেও পারে, আবার নাও হতে পারে: ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কী করবে, তা কেউই জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেন , ইরানে হামলা হতেও পারে, আবার নাও হতে পারে। ইরান বিপদে পড়ার পর আলোচনা চাইছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, তার সাথে আগেভাগে আলোচনা করলে বিপদ কম হতো ইরানের। এখন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

অপরদিকে, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ডাক প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান মেনে নেবে না।

/এমএইচআর

Exit mobile version