Site icon Jamuna Television

‘বিপর্যয় থেকে বিশ্ব এখন মিলিমিটার দুরত্বে’

বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে, যার আপেক্ষিক ব্যবধান মাত্র কয়েক মিলিমিটার— এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। খবর, তুর্কি দৈনিক অ্যানি সাফাকের।

বুধবার (১৮ ‍জুন) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।

মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলি হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।

এর আগে, দেশটির উপ-পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি, যাতে তারা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনায়ও না আনে। তারা (যুক্তরাষ্ট্র) যদি এমনটা করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে।

এদিকে,  ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ডাক প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক বিবৃতিতে তিনি বলেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান মেনে নেবে না।

/এমএইচআর

Exit mobile version