Site icon Jamuna Television

সাইবার হামলার শিকার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার (১৮ জুন) রাতে হ্যাক করা হয় চ্যানেলটি, এমনটাই জানিয়েছেন তেহরানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট সিগন্যালের মাধ্যমে চ্যানেলটিতে হস্তক্ষেপ করেছে তেলআবিব। বেশ কিছুক্ষণ নিয়মিত অনুষ্ঠানের বদলে প্রচার করা হয় ইরানিদের পুরোনো বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও।

রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানায়, স্যাটেলাইট ট্রান্সমিশনে বিভ্রাট, অপ্রাসঙ্গিক বার্তা বা ভিডিও দেখা গেলে বুঝতে হবে এটা শত্রুপক্ষের আগ্রাসন।

এর আগে, লাইভ সংবাদ প্রচারকালে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয় টেলিভিশন ভবন। সেইসাথে, গত মঙ্গলবার সাইবার হামলার শিকার হয় ইরানের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় ব্যাংক সেপাহ এবং বেসরকারি পাশারগাদ ব্যাংকের ওয়েবসাইট।

/এএইচএম

Exit mobile version