Site icon Jamuna Television

ইরানে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, অনুমোদন দিলেন ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখনই আসছে না হামলার চূড়ান্ত নির্দেশ।

বৃহস্পতিবার (১৯ জুন) গোপন সূত্রের বরাতে তথ্যটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার সিদ্ধান্তটির বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের অবগত করেন তিনি। এতে বলা হয়, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে কিনা তা শেষ পর্যন্ত দেখতেই অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য হামলার মূল টার্গেট হিসেবে রয়েছে ইরানের অতি সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। এর আগে মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র।

/এমএইচ

Exit mobile version