Site icon Jamuna Television

ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে ইরানে আটক ১৮

ইসরায়েলের জন্য ড্রোন তৈরির অভিযোগে ১৮ নাগরিককে আটক করেছে ইরান। তাদের সবাইকে উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) আইআরজিসি’র এক বিবৃতির বরাতে বিষয়টি জানিয়েছে দেশটির বার্তামাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

আটককৃতদের বিরুদ্ধে ইসরায়েলের জন্য ড্রোনের নকশা তৈরি এবং উৎপাদনের অভিযোগ আনে আইআরজিসি। স্থানীয় ওয়ার্কশপের আড়ালে তারা নজরদারি এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছিলো বলে জানায় সংবাদমাধ্যমটি।

এর আগে, তেলআবিবের সাথে সংঘাত শুরুর পর বেশ কয়েকজন মোসাদ এজেন্টকেও আটক করেছে ইরানি কর্তৃপক্ষ।

/এমএইচ

Exit mobile version