Site icon Jamuna Television

জয় দিয়ে শিরোপা ধরে রাখার যাত্রা শুরু সিটির

জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের রেকর্ড করা গোলে মরোক্কান ক্লাব উইদাদ কাসাব্লাংকা ২-০ গোলে হারিয়েছে ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।

ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দল। আর ২০২২ সালে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে বর্ধিত সংস্করণের ক্লাব বিশ্বকাপে সুযোগ পেয়েছে উইদাদ।

ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। সাভিনহোর শট উইদাদ গোলকিপার এল মেহদি ব্লক করলে বল পান ইংলিশ মিডফিল্ডার। সময় নষ্ট না করে মাত্র ২ মিনিটে গোল করে বনে যান ক্লাব বিশ্বকাপের দ্রুততম গোলদাতা। বিরতির আগে ফোডেনের কর্নারে গোলমুখের সামনে থেকে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন জেরেমি ডোকু।

তবে দ্বিতীয়ার্ধে কোনো দলই পায়নি গোলের দেখা। উল্টো ৮৮ মিনিটে রিকো লুইস লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলেও জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

/এএম

Exit mobile version