Site icon Jamuna Television

৬ বছরের চুক্তিতে বার্সেলোনায় গার্সিয়া

ছয় বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লেখালেন স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া। রিলিজ ক্লজের আড়াই কোটি ইউরো মিটিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল থেকে এই ফুটবলারকে দলে টানলো লা লিগা চ্যাম্পিয়নরা।

আগামী শুক্রবার (২০ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবেন বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। চুক্তির মেয়াদ ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।

২০২৪ সালে এস্পানিওলকে লা লিগায় তুলতে বড় অবদান রাখেন এই গোলরক্ষক। গত ফেব্রুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয়সহ বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে প্রশংসায় ভাসেন তিনি।

বার্সায় যোগ দিয়ে একটি ইতিহাসও তৈরি করেছেন গার্সিয়া। গত ৩১ বছরের মধ্যে তিনিই প্রথম ফুটবলার, যিনি এস্পানিওল থেকে সরাসরি বার্সেলোনায় যোগ দিলেন।

গার্সিয়াকে নিয়ে বার্সেলোনার মূল দলের গোলরক্ষক হলো চারজন। দলে আগে থেকে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, ভয়চেখ শেজনি ও ইনিয়াকি পেনিয়া।

/এএম

Exit mobile version