Site icon Jamuna Television

আবারও সাতক্ষীরা সীমান্তে ৬ জনকে পুশ ইন

সাতক্ষীরা করেসপনডেন্ট:

আবারও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৪ নারী ও ২ পুরুষকে পুশইন করেছে বিএসএফ। বুধবার (১৮ জুন) রাতে সাতক্ষীরা সদর থানায় তাদের সোপর্দ করে বিজিবি।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বাসবাস করতেন। ভারতীয় পুলিশ বোম্বের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, তিনজনকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সকলের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরবর্তীতে তাদের নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ সময়, পুশ ইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version