Site icon Jamuna Television

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

বিচারের সচ্ছতার স্বার্থে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় একজন অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। 

এদিকে, শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩ জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও ওপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের শুনানির দিন ঠিক করা হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন।

এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।

/এএম

Exit mobile version