Site icon Jamuna Television

যশোরে করোনায় দুজনের মৃত্যু

যশোর করেসপনডেন্ট:

যশোরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আরও তিনজন সন্দেহভাজন হিসেবে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের শেখ আমির হোসেন (৬৮) এবং মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইউসুফ হোসেন (৪২)।

বুধবার (১৮ জুন) ভোরে আমির হোসেন এবং দিবাগত রাত ১২ টার দিকে ইউসুফ হোসেন মারা যান।

মৃত্যুর মাত্র দুই ঘন্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে সাধারণ রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শিফট করা হয়। উপসর্গ দেখে সন্দেহ হলে শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে র‍্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আরটিপিসিআর ল্যাব প্রস্তুত করা হয়েছে। কীট পেলেই পরীক্ষা শুরু করা যাবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মজিদ।

/এএম

Exit mobile version