Site icon Jamuna Television

ইরান ইস্যুতে না জড়াতে নিউইয়র্কে বিক্ষোভ

ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবার নিউইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউজের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা জানানা, ইরানে ইসরায়েলি বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া তারা মেনে নিতে পারছেন না। এ সময় ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি সম্পৃক্ত না করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা।

সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি ও গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’ বিক্ষোভে গাজায় গণহত্যা বন্ধের দাবিতেও বিভিন্ন প্লাকার্ড দেখা গেছে।

/এমএইচ

Exit mobile version