Site icon Jamuna Television

আজ সিলেট যাচ্ছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন আজ সিলেট যাচ্ছেন। সেখানে তিনি এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। তার সঙ্গে ঐক্যফ্রন্টের অন্য নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এই সফর সফল করতে জেলা বিএনপিকে কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সিলেট মহানগর গণফোরামের সভাপতি অ্যাডভোকেট আনসার খান। রোববার সন্ধ্যায় এ নিয়ে জেলা বিএনপির নেতারা বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে গণফোরাম প্রার্থী মোকাব্বির খান জানান. ড. কামাল হোসেন সিলেট-২ আসনের বিশ্বনাথে জনসভায় বক্তব্য রাখবেন। ড. কামাল হোসেনের সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন। কিন্তু ওই সভায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসের পত্নী তাহসিনা রুশদী লুনা উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি মোকাব্বির খান। তবে কেন্দ্রীয় বিএনপির নেতারাও থাকতে পারেন বলে তিনি জানান।

Exit mobile version