Site icon Jamuna Television

জামায়াত আমিরের সঙ্গে জার্মান অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর আখিম ট্রোসটার।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দেশে স্থিতিশীলতা আনতে সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে জামায়াত। ন্যায় ও ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে, তাও তুলে ধরা হয়েছে। গার্মেন্টস ও ওষুধ শিল্প এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানান দলটির মুখপাত্র।

এ সময় জার্মান অ্যাম্বাসেডর বলেন, জার্মানি বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জার্মানি। এছাড়া, বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

/এএম

Exit mobile version