Site icon Jamuna Television

জীবন বাজি রেখে মাদক নির্মূলে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক নির্মূলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ দুই পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজ নেবার পরে একথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল মোড়ে মাদক কারবারিদের ধরতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা।

এতে গুরুতর আহত হয় পুলিশের সহকারী উপ পরিদর্শক আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহত হয়েও মাদক কারবারি চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version