মুন্সিগঞ্জে নদী থেকে বালু উত্তোলনকে ঘিরে শ্রমিক- গ্রামবাসী সংঘর্ষ

|

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন ঘিরে গ্রামবাসীর সাথে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বালুমহালের নির্ধারিত এলাকার বাইরে গিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। এজন্য শতাধিক ড্রেজারও বসানো হয়েছে। এতে নদী ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে পড়েছে বসতবাড়ি ও জমিজমা।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে বালু উত্তোলনকারীদের ধাওয়া দেয়। এরপর শ্রমিকরাও জড়ো হয়ে গ্রামবাসীদের ধাওয়া দেয়। এতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply