Site icon Jamuna Television

আদালত ভবন থেকে পালালো হত্যা মামলার আসামি শরিফুল

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিড়ি থেকে শরিফুল ইসলাম নামে এক হত্যা মামলার আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার খিলগাঁও থানার হত্যা মামলায় সাক্ষ্যের দিন ধার্য থাকায় আসামি শরিফুলকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে বেলা ১১টা ৩৯ মিনিটে বিচারিক কার্যক্রম শেষে চারজন আসামিকে আদালতের গারদ খানায় নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্য শহিদুল্লাহ। এ সময় আচমকা দৌড়ে পালিয়ে যায় শরিফুল।

এরপর শরিফুলের সন্ধানে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার মাঈন উদ্দিন চৌধুরী।

/আরএইচ

Exit mobile version