Site icon Jamuna Television

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবারো প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। যদিও উপাচার্য তা অস্বীকার করেছেন। আজ সকালে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে বিভিন্ন ধরনের জালিয়াতির কারণে বিশ্ববিদ্যালয়েরই ১২ জনকে সাজা এবং ৩ জনকে হেফাজতে নিয়েছে আটক করেছে সিআইডি। ১২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। আর তিনজনকে সিআইডি হেফাজতে দেওয়া হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ইউনিট অর্থাৎ ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রতি আসনের বিপরীতে ৬১ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে নেমেছিলেন। এই ইউনিটের পরীক্ষায় গতবারের মতো এবারো প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের রাতে ইংরেজী অংশের প্রশ্ন ছড়িয়ে পড়ে। সকালে পরীক্ষার হলে দেয়া প্রশ্নপত্রের সাথে ২৪ টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

এদিকে জালিয়াতির অভিযোগে ১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিআইডির হেফাজতে নেয়া তিনজনের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র নেতাও আছেন।
জালিয়াতির সাথে বিশ্ববিদ্যালয়ের কারও জড়িত থাকার প্রমাণ না পেলেও। সিআইডি বলছে- সরকারি কর্মকর্তাদের যোগসাজশের তথ্য আছে তাদের কাছে।

টিবিজেড/

 

Exit mobile version