Site icon Jamuna Television

একদিনে আরও ৭২ ফিলিস্তিনির মৃত্যু

ফাইল ছবি।

ত্রাণ সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় আবারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন ২৯ ফিলিস্তিনি। বৃহস্পতিবারের (১৮ জুন) হামলায় পুরো গাজাজুড়ে প্রাণহানি অন্তত ৭২।

আইডিএফের আক্রমণে গুরুতর আহত হয়েছে মধ্য গাজার শতাধিক মানুষ। বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার দক্ষিনাঞ্চলের বহু এলাকা। হামলায় আল-মাওয়াসি শরনার্থী শিবিরে নারী-শিশুসহ নিহত অন্তত ৮ জন।

অন্যদিকে মাঘাজি শরনার্থী শিবিরে আইডিএফের হামলায় নিহত হয়েছে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের সবাই। একটু খাবারের আশায় থাকা নিরপরাধ গাজাবাসীদের উপর নির্বিচার বর্বরতা চালানোয় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

/এমএইচ

Exit mobile version