Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেয়া হয়নি: সেনাবাহিনী

ফাইল ছবি।

নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন সেনাসদরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গত যেকোনও ঈদের তুলনায় এবার ঈদ যাতায়াতে মৃত্যু সংখ্যা কম। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ১২শ’ যানবাহন থেকে ৩৫ লাখ টাকারও বেশি যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version