Site icon Jamuna Television

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

দেশের ব্যাংকিং খাতে সংস্কার ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি।

বৃহস্পতিবার (১৯ জুন) এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক এ তথ্য জানান।

সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে এডিবি কাজ করবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়তেও নানা কর্মসূচি নেয়া হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি হবে।

এডিবি জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে। এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নও করবে এডিবি। এই খাতে ফরাসি উন্নয়ন সংস্থা এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক আরও অর্থায়ন করবে।

এডিবির অর্থনীতিবিদ সমীর খাতিওয়াদা জানান, এই কর্মসূচি সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে। এ সময় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version