Site icon Jamuna Television

জঙ্গীর কথায় জয় শাহরিয়ারের গান

বাংলা গীতিকবিতার জাদুকর শহীদ মাহমুদ জঙ্গী। দেশের রক মিউজিকে তার ভূমিকা অনস্বীকার্য। আধুনিক গানেও ছাপ ফেলেছেন আপন বৈশিষ্ট্যে। এবার তার লেখা দুটি গান কণ্ঠে ধারণ করেছেন ‘সিঙ্গার-সং রাইটার’ জয় শাহরিয়ার। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘কিছুই বদলায় না’ শিরোনামের গানটি। 

দুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি লিরিকে সুর বসিয়েছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গানটিতে গিটার বাজিয়েছেন অন্তু দাশ, বেজ গিটারে তানিম হাসান, কি-বোর্ডে ফরহাদ এবং শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, প্রায় পাঁচ দশক ধরে গান লিখছি। এই প্রজন্মের সঙ্গে গানের মাধ্যমে যে মিথস্ক্রিয়া, তা আমি উপভোগ করি। জয়ের সুর ও কণ্ঠ ভালো লেগেছে এই গানে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

‘কিছুই বদলায় না’ গানের পোস্টার

জয় শাহরিয়ার বলেন, জঙ্গী ভাইয়ের লেখা আমার অসম্ভব পছন্দ। যাদের সৃষ্টি শুনে বড় হয়েছি, তাদের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। আমি চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে সহজ কথায় জীবনবোধের এই গান।

গানটির ভিডিও প্রকাশিত হয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে শোনা যাচ্ছে গানটি।

/এএম

Exit mobile version