Site icon Jamuna Television

সামাজিক মাধ্যমে কি উদাসীন বিসিবি?

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমের যুগে বেশ সক্রিয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফেসবুক কিংবা ইউটিউব, প্রতিনিয়তই সয়লাব থাকে বিভিন্ন কনটেন্টে; দেখা মেলে ভিন্নধর্মী অনেক কিছুর। কিন্তু বিপরীত যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইউটিউবে এক মাস আগে আপলোড হয়েছে শেষ ভিডিও, ম্যাচের ছবি আর প্রেস কনফারেন্সের ভিডিওতেই যেন সীমাবদ্ধ ফেসবুক পেজ।

গলে বাংলাদেশের বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে সম্মান জানাতে কমতি রাখেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের চারপাশেই প্ল্যার্কার্ড, ব্যানারে দেয়া হয়েছে ম্যাথিউসের বিদায় বার্তা। শুধু এখানেই নয় মাত্র প্রায় চার মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজে বেশ সক্রিয় এসএলসি। শ্রীলঙ্কা ক্রিকেট নামের এই পেইজে ঘুরলে ম্যাচের, ছবি ভিডিও ছাড়াও দেখা মিলবে ভিন্নধর্মী অনেক কাজের।

এই যেমন ক্যামেরার লেন্সে ম্যাচের ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফাররা, তখন লঙ্কান ক্রিকেটের ক্যামেরায় ফ্রেমবন্দি তারা; আবার ক্রিকেটারদের বিশেষ কোনো দিন কিংবা মূহুর্ত- সাবেক ক্রিকেটার থেকে গণমাধ্যমকর্মীদের ছোট ছোট বার্তা দিয়ে সাজানো হয় বিভিন্ন কন্টেন্ট। শুধু তাই নয় নিজেদের ঐতিহ্যসহ, ভিন্মধর্মী আরও অনেক কিছুই দেখা যায় লঙ্কান ক্রিকেটের পেইজে।

বিপরীতে বিসিবির পেইজে খেলার ছবি আর প্রেস কনফারেন্সের পর্ব ছাড়া খুব একটা সক্রিয়তা নেই বললেই চলে। ভিন্নধর্মী কন্টেন্ট কিংবা খেলার বাইরে ক্রিকেটারদের বিভিন্ন মূহুর্তের দেখা মিলে কালে-ভদ্রেই।

শুধু ফেসবুকই নয়, ইউটিউবেও বেশ সক্রিয় লংকান ক্রিকেট। যেখানে প্রতিদিনই বিভিন্ন কন্টেন্ট দেয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেটের চ্যানেলে, সেখানে বিসিবি’র ইউটিউবে গত মাসে যায়নি কোনো কনটেন্ট!

ফেসবুক কিংবা ইউটিউব- দেশের ক্রিকেটপাগল সমর্থকদের চোখ থাকে সবসময়ই। সামাজিক মাধ্যমে যুগে দর্শকদের সেই চাহিদা কি পূরণ হচ্ছে? আফগানিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের মতো কেন ভিন্নধর্মী কাজ হয় না বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল পেইজে? ধসে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাড়ানোর চেষ্টায় থাকা দ্বীপ দেশটিতেও যখন এর জন্য আছে আলাদা বিভাগ; দেখানে অর্থনৈতিকভাবে শীর্ষদের মাঝে থাকা বিসিবি কেন পিছিয়ে? প্রশ্ন ওঠে, শুধু নেই উত্তর!

/এমএইচআর

Exit mobile version