Site icon Jamuna Television

সান্তাহারে সীমান্ত এক্সপ্রেস লাইনচ্যুত

খুলনা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সাথে অন্যান্য রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ সোমবার ভোরের দিকে সান্তাহার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মকর্তারা জানান, খুলনা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর ট্রেন সীমান্ত এক্সপ্রেস সান্তাহার স্টেশন অতিক্রম করার পর মাঝের একটি কোচ লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। পরে ৪টি কোচ ফেলে রেখে বাকি ট্রেনটি চিলাহাটির উদ্দেশে রওনা দেয়। উদ্ধার কাজ চালাতে ঈশ্বরদী থেকে একটি টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ।

Exit mobile version