Site icon Jamuna Television

সাতক্ষীরা সদর হাসপাতালে ড্রেনেই মশার লার্ভা, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেন এখন মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। হাসপাতালের ভেতর ও আশপাশে জমে থাকা নোংরা পানিতে মশার লার্ভা স্পষ্ট দেখা যাচ্ছে, যা হাসপাতালে থাকা রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ড্রেনের পানিতে জমে আছে পঁচা ময়লা ও পলিথিনজাত বর্জ্য। এসব স্থানে জন্ম নিচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার বাহক এডিস ও কিউলেক্স মশা। ফলে চিকিৎসা নিতে এসে রোগীরা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনদের অভিযোগ, শৌচাগার ও ড্রেনগুলো পরিষ্কার করা হয় না। বর্ষাকালে এখন পরিস্থিতি ভয়াবহ। এখানকার দায়িত্বে থাকা সিভিল সার্জন জনগরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলো দেখেন না বলে অভিযোগ করেন অনেকে।

হাসপাতালের ওয়ার্ডে থাকা কুশখালি গ্রামের আব্দুল করিম জানান, ড্রেনে প্রচুর মশা। মশারি ছাড়া এখানে থাকার কোন উপায় নেই। ড্রেনের পানি পচে দুর্গন্ধ। হাসপাতালে রোগী সুস্থ করতে এনে মশার কামড়ে অসুস্থ হয়ে যাচ্ছি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, হাসপাতালের গ্রাউন্ড লেভেল নিচু আর ড্রেনের লেভেল অনেক উঁচু। সেজন্য বৃষ্টিতে পানি জমে থাকে। আমরা বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদের সচিব স্যারের সঙ্গে আলোচনা করেছি। ড্রেন ঠিক করতে কোটি কোটি টাকা লাগবে, যা এখনই সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমরা সচেতনতা তৈরি করছি।

/এমএইচআর

Exit mobile version