Site icon Jamuna Television

পর্দায় আসছে ‘এলিয়েন বেবি’

আগামী ২১ জুন প্রচার হতে যাচ্ছে মজুমদার সিমুল নির্মিত, ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নাটক ‘এলিয়েন বেবি’। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনের ড্রামা ইউটিউব চ্যানেলে।

এছাড়াও এ নাটকে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, আয়রা নূর, ইকবাল হোসেন, সাহবাজ সানী, আল আমিন দুরবানী, আনোয়ার হোসেন, রিয়াজ রাজসহ আরও অনেকেই।

নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। প্রযোজনা করেছে বাংলাভিশন। ইতিমধ্যে অন লাইনে এই নাটকের বেশ কয়েকটি পোস্টার প্রকাশ করা হয়।

পোস্টার দেখে নাটকের গল্পের ভিন্নতা বোঝা না গেলেও গল্প প্রসঙ্গে নির্মাতার সাথে কথা হলে তিনি জানান, দিন দিন আমরা সবাই কেমন জানি এলিয়েন হয়ে উঠছি। স্বভাবে, প্রেমে, মানবিকতায় সব এলিয়েন, সব। আসুন মানুষ হয়ে উঠি ,হয়ে উঠি প্রেমময়। মানুষ হয়ে উঠার আহ্বান নিয়ে নির্মিত নাটকটি দেখার জন্য ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

/এটিএম

Exit mobile version