Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট নিরসনে ঢাকা-নেপিদো কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা বেগবান করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে এই ইস্যুতে জাতীয় ঐক্য না হলে বাংলাদেশকে ভবিষ্যতে ভুগতে হবে বলেও সতর্ক করেন তারা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জাতীয় জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা, রাখাইন ও মিয়ানমারের পরিপ্রেক্ষিত: বাংলাদেশের ঝুঁকি’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারটির আয়োজন করে নীতি গবেষণা কেন্দ্র।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মিয়ানমারের অভ্যন্তরে প্রবল ঘৃণা আর অবিশ্বাস এখনও বিদ্যমান। এর পেছনে কেবল রাজনৈতিক বা ধর্মীয় নয়, সামাজিক অনেক কারণও রয়েছে। একইসাথে বাংলাদেশ ও এদেশের মানুষ নিয়ে দেশটির জনসাধারণের মনোভাব ভয়াবহ নেতিবাচক।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও দুই দেশের মধ্যে তেমন কোনো যোগাযোগ নেই। এ কারণে প্রতিবেশী দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক আচরণগুলো অচেনা থেকে গেছে। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ যখন শুরু হয়, তখন বাংলাদেশ সরকার পুরোপুরি অপ্রস্তুত হয়ে গিয়েছিল। এখনও সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

এসব সংকট দূর করে দু’দেশের মানুষের মধ্যে অনাস্থা ও অবিশ্বাস দূর করতে হবে। না হলে, এই ইস্যুতে বাংলাদেশকে চরমভাবে ভুগতে হবে বলেও আশংকা করেন বক্তারা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসির, অধ্যাপক মাহবুবুল হক ও সাংবাদিক পরমিল পালমা।

উল্লেখ্য, দু’দেশের জনগণের সমর্থন পেলেই কেবল রাখাইনে করিডর দেয়া যেতে পারে বলে মন্তব্য করেন তারা।

/এমএইচআর

Exit mobile version