Site icon Jamuna Television

তেহরান থেকে নিরাপদে সরানো হয়েছে ১০০ বাংলাদেশিকে

যুদ্ধবিধ্বস্ত তেহরান থেকে একশ’ বাংলাদেশিকে দূতাবাসের উদ্যোগে নিরাপদে সরানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জুন) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তেহরানে থাকা আরও ৩০০ বাংলাদেশি নিজ দায়িত্বে শহর ছেড়েছেন বলে ধারণা করছে সরকার। প্রয়োজনের পাকিস্তান অথবা তুরস্ক হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে। এ সময় দেশটিতে থাকা বাংলাদেশিদের কারও হতাহতের খবরও নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

ইন্টারনেট চালু না থাকায় ঢাকা-তেহরান যোগাযোগ কঠিন হলেও মোবাইল নেটওয়ার্ক চালু আছে এখনো। আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটও আছে। এত কিছুর মধ্যেও প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইন্টারনেট চালু না থাকায় তেহরানে যোগাযোগ কঠিন হলেও এখনও মোবাইল নেটওয়ার্ক চালু আছে। আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটেও রয়েছে। এজন্য প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানে থাকা ২ হাজার বাংলাদেশির সবাই এখনও সুস্থ রয়েছে। তবে হিসাবের বাইরে দেশটিতে আরও অন্তত ১২ হাজার বাংলাদেশি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/আরএইচ

Exit mobile version