Site icon Jamuna Television

নারী শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে শাবির দুই শিক্ষার্থী আটক

সিলেট করেসপনডেন্ট:

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও তার ভিডিও ধারণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তাদের আটক করা হয়। আটক দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ঈদের আগে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে চেতনানাশক ওষুধ খাইয়ে সুরমা আবাসিক এলাকার একটি মেসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অচেতন করে ‘যৌন নির্যাতন’ ও ভিডিও ধারণ করা হয়। তবে সেসময় ভয়ে ওই শিক্ষার্থী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।

পরবর্তীতে সহপাঠীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গনমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তাদের আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

/এমএইচআর

Exit mobile version