Site icon Jamuna Television

ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ 

ইরানি সামরিক বাহিনীর এলিট ফোরাম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেয়া হয়েছে। খবর, এনডিটিভির।

বৃহস্পতিবার (১৯ জুন) এই নিয়োগ চূড়ান্ত করেন আইআরজিসির সদ্য নিযুক্ত শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর।

খাদামির এই নিয়োগপ্রাপ্তির মাধ্যমে আইআরজিসির গোয়েন্দা ইউনিটের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মেদ কাজেমি-এর স্থলাভিষিক্ত করা হলো তাকে।

গত ১৩ জুন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) অভিযান শুরুর ২ দিন পর নিহত হন মোহাম্মেদ কাজেমি।

মাজিদ খাদামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে আইআরজিসির শীর্ষ গোয়েন্দা ইউনিটের দায়িত্ব হস্তান্তর হলো, যখন ইরান ও ইসরায়েল মুখোমুখি সংঘাতে জড়িত এবং গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত পর্যায়ে চলছে।

উল্লেখ্য, ইরান-ইসরায়েল ইস্যুতে রীতিমতো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কর্তৃক ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার সরাসরি হুমকি দেয়া, ইরানের লড়াকু মনোভাবের বহিঃপ্রকাশ, অপরদিকে যুক্তরাষ্ট্রের ইঙ্গিতপূর্ণ বক্তব্য— সব মিলিয়ে বিশ্ব এক অস্থির সময় পার করছে।

/এমএইচআর

Exit mobile version