Site icon Jamuna Television

কারাগারে ইডেনের সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

ধর্ষণ মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই সাবেক ছাত্রীকে কারাগারে বিয়ে করেছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। নোবেলের বিরুদ্ধে গত মাসে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ওই তরুণী। অভিযোগ ছিল, সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে তাকে ধর্ষণ ও নির্যাতন করছিলেন নোবেল।

বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গায়ক নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। কারাগারা সূত্রে জানা গেছে, বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৮ জুন ওই শিক্ষার্থীর সঙ্গে গায়ক নোবেলের কাবিনমূলে বিয়ের ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বুধবার এই আদেশ দেন। এ সময় ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে গত ২০ মে থেকে কারাগারে আছেন গায়ক নোবেল। গ্রেফতারের দিন নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি তার স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি।

ওই নারীকে স্ত্রী হিসেবে দাবি করলেও আদালতে কাবিননামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম উদ্দিন। পরে ১৯ মে নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের সাবেক সেই ছাত্রী।

/এমএইচ

Exit mobile version