Site icon Jamuna Television

অস্ট্রেলিয়া ‘এ’ দলের প্রধান কোচ হলেন টিম পেইন

অস্ট্রেলিয়া ‘এ’ দলের হেডকোচ নিযুক্ত করা হয়েছে টিম পেইনকে। চলতি মৌসুমের জন্য দায়িত্ব পালন করবেন অজিদের সাবেক এ টেস্ট অধিনায়ক।

এবছর আরও তিনটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। সেই তিন সিরিজে হেডকোচের ভূমিকায় দেখা যাবে টিম পেইনকে, যে দায়িত্বের শুরু হবে ৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে।

ডারউইনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সেই সিরিজে তিনটা ৫০ ওভারের ম্যাচ ও দুইটা চারদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

পেইনের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতে, যেখানে সেপ্টেম্বর ও অক্টোবরে সাদা ও লাল বলের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে।

সবশেষে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটা চারদিনের ম্যাচেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের ডাগ আউটে থাকবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের এই কোচ।

এর আগে, অস্ট্রেলিয়া ‘এ’ এবং অস্ট্রেলিয়া নারী দলের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে পেইনের। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের (সিএ) মিডিয়া বিভাগেও কাজ করেছেন তিনি। 

/এমএইচআর

Exit mobile version