Site icon Jamuna Television

ডাকাতের হামলায় রিকশাচালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার পিটুনিতে ডাকাত নিহত

গাজীপুরের শ্রীপুরে ডাকাতের হামলায় এক অটোরিকশা চালক মারা গেছেন। এসময় ক্ষুব্ধ জনতার পিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়। এছাড়া গ্রেফতার হয়েছে দলের বাকি ৪ সদস্য।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কে ডাকাতির সময় প্রাণ হারান আবুল কালাম নামের ওই সিএনজি অটোরিকশা চালক।

ভুক্তভোগীরা জানান, সড়কে গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করছিল একদল ডাকাত। এসময় ভুক্তভোগীদের চিৎকার শুনে জড়ো হয় এলাকাবাসী। তাদের সহায়তায় ধরা হয় কয়েকজনকে।

এসময় গাড়ির আঘাতে ডাকাত সদস্য আরিফ হোসেন আহত হয়। পরে ক্ষুব্ধ জনতার পিটুনিতে মৃত্যু হয় তার। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ ডাকাতকে গ্রেফতার করে।

/এমএইচ

Exit mobile version