Site icon Jamuna Television

নাঈমের ফাইফারে ৪৮৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ১০ রানের লিড বাংলাদেশের

গল টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের ৪৯৫ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। 

শুক্রবার (২০ জুন) চলতি টেস্টের চতুর্থ দিন লাঞ্চের পর ২০ রান তুলতেই শেষ ৪টি উইকেট হারায় শ্রিলঙ্কা। 

লাঞ্চের পরপরই মিলান রত্নায়াকেকে বোল্ড করে দেন হাসান মাহমুদ। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গেলে ইনসাইড এজ হয়ে স্টাম্প ভাঙে তার। আউট হওয়ার আগে ৩৯ রান করেন মিলান।

এরপর কামিন্দুকে তুলে লঙ্কান শিবিরে বড় ধাক্কা দেন নাঈম হাসান। ঘরের মাঠে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটার এদিন মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে নাঈমের স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বলে ডিফেন্স করতে গেলে গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৭ রান করেন এই ব্যাটার।

এরপর অভিষিক্ত থারিন্দু রত্নায়েকেকে খালি হাতে ফেরান নাঈম। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হয়ে যান তিনি। তবে আসিথা ফার্নান্ডোকে নিয়ে প্রভাত জয়সুরিয়া অবশ্য আশা দেখাচ্ছিলেন লঙ্কানদের। তবে নাঈমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আসিথা বোল্ড হয়ে গেলে শেষ হয়ে যায় তাদের ইনিংস। আসিথা করেন ৪ রান। ১১ রানে অপরাজিত থাকেন জয়সুরিয়া।

বাংলাদেশের হয়ে নাঈমের পাশাপাশি তিনটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাইজুল ইসলাম ও মুমিনুল হক একটি করে উইকেট পেয়েছেন।

/এমএইচ

Exit mobile version