Site icon Jamuna Television

অন্তর্বর্তী সরকারের দশ মাসে আশানুরূপ কিছু পাওয়া যায়নি: সৈয়দ মোয়াজ্জেম

অন্তর্বর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে তারা আশানুরূপ কিছু দেখাতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২০ জুন) দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কর্মতৎপরতা নেই। বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও, সরকারের মাথাব্যাথা নেই।

তিনি আরও বলেন, নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয়; কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংকটের সমাধান আসবে না। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকেই তালিকা করা হবে বলেও জানান তিনি।

/এমএইচ

Exit mobile version