Site icon Jamuna Television

হবিগঞ্জে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ: 

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করায় প্রনব চন্দ্র দেব নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (২০ জুন) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষার সময় বিয়ার ল্যাবরেটরী স্কুল কেন্দ্রে প্রনব চন্দ্র দেব নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেন। এ তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সন্দেহজনক মনে করলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। পরে সত্যতা নিশ্চিত হলে তাকে আটক করা হয়।

আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রনব চন্দ্র দেবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা জরিমানা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়োগ পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণা সহ্য করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে এমন অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচআর

Exit mobile version