Site icon Jamuna Television

ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখলে জবাব আরও তীব্র হবে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরও জোরালো জবাব দেবে। শুক্রবার (২০ জুন) ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।’

তিনি আরও বলেন, আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রচেষ্টা চালিয়ে এসেছি এবং তার (ইসরায়েল) সন্ত্রাসী উসকানি বন্ধ করার দৃঢ় নিশ্চয়তা দিচ্ছি। পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেন, হামলা বন্ধ করতে ব্যর্থ হলে ইরানের পক্ষ থেকে আরও জোরালো এবং দুঃখজনক প্রতিক্রিয়া দেখানো হবে।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

/এটিএম

Exit mobile version