Site icon Jamuna Television

৮ হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন

ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ৮ হাজারের বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। পত্রিকাটি ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ভবন বা যানবাহনের ক্ষতির জন্য প্রায় ৩০ হাজার ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে।

গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানের আবাসিক, সামরিক ও পারমাণবিক এলাকায় হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি হয়। বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর ছেড়ে বাংকারে সরে যেতে বাধ্য হয়।

এদিকে, ইসরায়েল এখনো আগ্রাসন অব্যাহত রেখেছে। পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে ইরান।

/এটিএম

Exit mobile version