Site icon Jamuna Television

ঢামেক অধ্যক্ষের মেয়াদ বাড়লো

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদের চাকরির মেয়াদ আরও দুই বছর বেড়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় চুক্তিতে এই নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

মেডিসিন বিভাগের অধ্যাপক আবুল কালামকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পর অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয় এই আদেশে।

অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ এবং অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। অপর আদেশে অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে তাকে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক পদে পদায়ন করেছে সরকার।

Exit mobile version