Site icon Jamuna Television

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আলিফ

আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সাফল্য পেলো বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক জেতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ।

জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসালেন আলিফ।

প্রথম দুই সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও দারুণ পরের দুই সেটে ঘুরে দাঁড়ান মিয়াতা। পঞ্চম সেটের লড়াইয়ে জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ২৬-২৯ পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ।

এর আগে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকবার অংশ নিলেও একক ইভেন্টে কখনও পদক জিততে পারেননি এই আর্চার। এবার সেই স্বপ্ন ভঙ্গের বেদনায় না পুড়ে নিজের অর্জনে আরোহণ করলেন পোডিয়ামের শীর্ষস্থানে। এ ধারা অব্যাহত রেখে যথাযথ সহযোগিতায় দেশকে আরও সাফল্য দিতে চান তিনি।

/এমএন

Exit mobile version