Site icon Jamuna Television

ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরানে বিক্ষোভ

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানসহ দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর এসব বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর আলজাজিরার।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হাজার হাজার মানুষ তাদের নেতাদের পক্ষে স্লোগান দিচ্ছিল এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছিলেন। এমনকি বিক্ষোভকারীদের অনেকেই যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ এবং দক্ষিণের শিরাজ শহরেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত আগ্রাসন শুরু করে। পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় মারা যান ইরানের বহু সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ইউনিট তখনই পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’-এর আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

/এসআইএন

Exit mobile version