Site icon Jamuna Television

চতুর্থ দিনের খেলা শেষে গলে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ

চতুর্থ দিনের খেলা শেষে গলে ১৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান করেছে টাইগাররা। দিনশেষে নাজমুল শান্ত ৫৬ আর মুশফিকুর রহিম অপরাজিত ২২ রানে। এর আগে গলে ফাইফার তুলে নেন টাইগার স্পিনার নাঈম হাসান। লঙ্কানদের প্রথম ইনিংস থামে ৪৮৫ রানে।

গলের তীব্র গরমের মতোই তৃতীয় দিনশেষে লংকানদের ব্যাটিংয়ে হাসফাস করার অবস্থা বাংলাদেশের। তবে চতুর্থ দিনে পালটে গেলো চিত্র। দিনের শুরুতে ধনঞ্জয়া ডি সিলভা আর কুশল মেন্ডিসকে ফিরিয়ে ছন্দে ফেরেন নাঈম হাসান ও হাসান মাহমুদরা।

এরপর রত্নানায়েকেকে সঙ্গী করে কামিন্দু মেন্ডিসের ৮৪ রানের জুটিতে আবারও ব্যাকফুটে ঠেলে দেয় বাংলাদেশকে। ক্ষনে ক্ষনে রঙ বদলানোর ক্রিকেট টেস্ট, সেই রঙ বদলাতেও লাগেনি সময়।

লাঞ্চ বিরতির পর ১৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। প্রথমবার বিদেশের মাটিতে টেস্ট খেলা নাঈম শিকার করেন ৫ উইকেট। মেন্ডিসের ৮৭ পরে ৪৮৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে আবারও ব্যর্থ এনামুল হক বিজয়। মাত্র ৪ রানেই শেষ হয় তার দ্বিতীয় ইনিংস। একই কাতারে মুমিনুল হক; অভিজ্ঞ এই ব্যাটার ফেরেন মাত্র ১৪ রানে। ৬০ রানে ২ উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ তখন সাদমানের ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

ব্যক্তিগত ৭৬ রানে সাদমান ফিরলে শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে দিনশেষ করে মুশফিক ও শান্ত। নামের পাশে আরেক ফিফটি যোগ করেন টাইগার অধিনায়ক। চতুর্থ দিনশেষে বাংলাদেশের লিড ১৮৭ রান।

/এআই

Exit mobile version