Site icon Jamuna Television

ক্লাব বিশ্বকাপে চলছে ব্রাজিলিয়ান ক্লাবের চমক

প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে যেন চলছে ব্রাজিলিয়ান ক্লাবের চমক। বোটাফোগোর পিএসজি বধের পর এবার ফ্লামিঙ্গো ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসিকে। আসরের আরেক ম্যাচে প্রত্যাশিত বড় জয় পেয়েছে বেনফিকা। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে বিদ্ধস্ত করেছে পর্তুগিজ ক্লাবটি। জোড়া গোল করেছেন অ্যানহেল ডি মারিয়া।

শুক্রবার (২০ জুন) গ্রুপ ‘ডি’ এর ম্যাচে রাতে ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় চেলসি ও ফ্লামিঙ্গো।

ম্যাচের ১৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অনবদ্য এক গোল করেন চেলসির পর্তুগিজ উইঙ্গার পেড্রো নেটো। মাঝমাঠ থেকে গতির ঝড়ে ফ্লামিঙ্গো রক্ষনকে পরাস্থ করার পর দারুন ফিনিসিংয়ে স্কোর শিটে নাত তোলে নেটো। লিড নিয়েই বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধে শুরু ব্রাজিলিয়ার ক্লাবটির প্রত্যাবর্তন। ৬২ মিনিটে গঞ্জালো প্লাটার দারুন অ্যাসিস্টে ফ্লামিঙ্গোকে সমতায় ফেরান ব্রুনো হেনরিক। তিন মিনিট পর দলটিকে লিড এনে দেন রিয়াল, সিটি ও ইউভেন্টাসে খেলা ডিফেন্ডার ডেনিলো।

ম্যাচের ৮৩তম মিনিটে স্ট্রাইকার ওয়ালেস ইয়ান আরও একটি গোল করলে চেলসিকে ৩-১ গোলে হারের লজ্জা দেয় ফ্লামিঙ্গো। দুই ম্যাচে দুই জয়ে গ্রুপে শীর্ষে ব্রাজিলের ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজিকে হারিয়ে আসরে চমক দেখিয়েছিলো আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। তারাও দুই জয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে।

এছাড়া, ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আরেক ব্রাজিলিয়ার ক্লাব পালমেইরাস। ফ্লুমিনেন্সও তাদের প্রথম ম্যাচে পয়েন্ট আদায় করেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

এদিকে, ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হয় বেনফিকা ও অকল্যান্ড সিটি। ফেভারিট পর্তুগিজ ক্লাবটি প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম লিড পায়, ডি মারিয়ার পেনাল্টি গোলে। তবে দ্বিতীয়ার্ধে যেন গোল উৎসব শুরু করে বেনফিকা। ৫৩ মিনিটে পাভলিদিসের গোল ব্যবধান দ্বিগুণ হয়। এরপর সানজের ৬৩ মিনি করেন তৃতীয় গোল। ৭৬ ও ৭৮ মিনিটে পরপর দুই গোল করেন লিয়ান্ড্রো ব্যারেইরো। আর ইনজুরি সময়ে ডি মারিয়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করলে ৬-০ গোলের বড় জয় পায় বেনফিকা।

/এমএইচআর

Exit mobile version