Site icon Jamuna Television

যুক্তফ্রন্টের ইশতেহার ঘোষণা

” একটি শান্তি সুখের বাংলাদেশ ” রাজনৈতিক লক্ষ্য স্থির করে রাজধানীর এক হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে যুক্তফ্রন্ট।

ইশতেহারে উল্লেখযোগ্য বিষয় রয়েছে, জাতীয় সংসদে সদস্য সংখ্যা বৃদ্ধি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য সৃষ্টি, সর্বক্ষেত্রে দুর্নীতি নির্মূল, ন্যায়পাল পদ গঠন ও কার্যকর।

এছাড়া চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি ও অবসর ৬৫ বছর করাসহ যুব কমিশন গঠন, প্রতিবন্ধীদের চাকরি, নারীদের জন্য ব্যাংক, পৃথক পাট মন্ত্রণালয় গঠন, সভা সমাবেশ এর স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার, মন্ত্রিসভায় ২০ শতাংশ মহিলা এবং ২০ শতাংশ বিশেষজ্ঞের অঙ্গীকারও করা হয় এই নির্বাচনী ইশতেহারে।

Exit mobile version